বাংলাদেশ স্কাউটস ঝিনাইদহ জেলা ও সদর উপজেলা শাখার ব্যবস্থাপনায় স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৭ তম জন্ম বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্নাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্কাউটস ভবনে গিয়ে শেষ হয়।
র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটস এর সভাপতি এস এম রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা স্কাউটস এর সভাপতি রাজিয়া আক্তার চৌধুরী, জেলা স্কাউটসের কমিশনার মোঃ মহিউদ্দীন,
সম্পাদক মুহাম্মদ আবু বকর ছিদ্দীক, সহকারী কমিশনার মুন্সী মোঃ আবু জাফর মোহাম্মদ আলী, জেলা রোভারের কমিশনার মোঃ ফিরোজ আল হাসান, সম্পাদক নাহিদ আক্তার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩’শতাধীক কাব,স্কাউট ও রোভারগণ। পরে দিন ব্যাপি স্কাউটস-ডে ক্যাম্পের উদ্বোধন করা হয়।