মাঠে থেকেও নেই মোস্তাফিজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের প্রথম কোয়ালিফায়ার তথা প্রথম সেমিফাইনালে মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স বনাম রংপুর রাইডার্স।

গত দুই আসরের টানা এবং বিপিএলের গত নয় আসরের মধ্যে রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন কুমিল্লার স্কোয়াডে আছেন দেশ সেরা পেস বোলার মোস্তাফিজুর রহমান। কিন্তু দলের সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে থেকেও খেলতে পারছেন না দ্যা ফিজ।

মাথায় বলের আঘাত লাগায় রংপুরের বিপক্ষে দলের গুরুত্বপূর্ণ ম্যাচে দর্শকের ভূমিকায় মোস্তাফিজ।

গত ১৮ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার নেট অনুশীলনের সময় মোস্তাফিজের মাথায় বলের আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে।

সিটি স্ক্যানের পর অবশ্য জানা যায়, মোস্তাফিজের মাথার চোট শুধু মাথার বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো চোট নেই। তবে তার মাথায় সেলাই লেগেছে পাঁচটি। এই ঘটনার দুই দিন পর মোস্তাফিজকে ঢাকায় আনা হয়।

আগামীকাল ঢাকায় চিকিৎসকের সঙ্গে দেখা করার কথা রয়েছে মোস্তাফিজের। ডাক্তার দেখানোর পর জনা যাবে তার দল ফাইনালে উঠলে ১ মার্চ খেলতে পারবেন কিনা।