বিপিএলের ১০ আসরে টুর্নামেন্ট সেরা হলেন যারা

২০১২ সালে বিপিএলের উদ্বোধনী আসরে শিরোপা জিতে নেয় ঢাকা গ্ল্যাডিয়েটর্স। সেই আসরে ২৮০ রান ও ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন সাকিব আল হাসান।

২০১৩ সালে ৩২৯ রান আর ১৫ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন সাকিব।

২০১৫ সালে তৃতীয় আসরে ২১৫ রান আর ১৭ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন পাকিস্তানের আসহার জায়েদি।

২০১৬ সালে চতুর্থ আসরে ৩৯৬ রান আর ১০ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন মাহমুদউল্লাহ রিয়াদ।

২০১৭ সালে ৪৮৫ রান করে টুর্নামেন্ট সেরা হন ক্রিস গেইল।

২০১৮ সালে ৩০১ রান আর ২৩ উইকেট শিকার করে তৃতীয়বারের মতো টুর্নামেন্ট সেরা হন সাকিব।

২০১৯ সালে ২২৫ রান আর ১৪ উইকেট শিকার করে টুর্নামেন্ট সেরা হন আন্দ্রে রাসেল।

২০২২ সালে ২৮৪ আর ১৬ উইকেট শিকার করে চতুর্থবার টুর্নামেন্ট সেরা হন সাকিব।

২০২৩ সালে ৫১৬ রান করে টুর্নামেন্ট সেরা হন নাজমুল হোসেন শান্ত।

 

এবার ১০ম আসরে ৪৯২ রান করে টুর্নামেন্ট সেরা হলেন ফরচুন বরিশালকে বিপিএল শিরোপা উপহার দেওয়া অধিনায়ক তামিম ইকবাল খান।