ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় নসিমন চালক নিহত

las

ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় এক নসিমন চালক মেহেদি হাসান (২০) নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) সকালে উপজেলার বাবরা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নসিমন চালক মেহেদী উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মাহাবুব হাসানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কালীগঞ্জ পরিবেশক সমিতির নসিমন চালক মেহেদি হাসান সকালে নসিমন নিয়ে বাবরা রেলগেট পার হচ্ছিলো। গেট পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মেহেদী। ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি নসিমনটি ধাক্কা দিয়ে প্রায় ৫০ গজ দুরে নিয়ে যায়। সেসময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নসিমন চালক মেহেদির মৃত্যু হয়। পরে রেল লাইন থেকে নসিমনটিকে সরিয়ে প্রায় ১৫ মিনিট পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে, দায়িত্বরত গেটম্যান সিগন্যাল দিয়ে ট্রেনটি থামানোর চেষ্টা করেন কিন্তু থামানো সম্ভব হয়নি বলে যোগ করেন ওসি ও ফায়ার সার্ভিস কর্মকর্তা।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিব বলেন, ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নসিমন চালক মেহেদির মৃত্যু হয়। তবে নিহতের লাশ উদ্ধার করেছে যশোর রেলওয়ে পুলিশ।