যশোরে র‌্যাবের অভিযান বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস পণ্য উদ্ধার

Jessore map

যশোর ‍্যাব ক্যাম্পের পক্ষ থেকে থানায় মামলা দেওয়া হয়েছে। ভারতীয় প্রশাধনী সামগ্রী উদ্ধারের ঘটনায় র‌্যাব-৬ যশোর ক্যাম্প ব্যবসায়ীদের নামে মামলা দিয়েছে।

মামলায় বলা হয়েছে ,ভারত থেকে বিভিন্ন শুল্ক ফাঁকি দিয়ে দেশে ৩ লাখ ৯৪ হাজার, ৪শ টাকার পণ্য আনার অভিযোগে মামলাটি করা হয়। গত বৃস্পতিবার এ ঘটনায় দুইজনকে আটক করা হয়।

আটক আসামিরা হলেন,ওই মার্কেটের জামিরুল স্টোরের মালিক কালু মিয়া (৪২), মা এন্টারপ্রাইজের মালিক তন্ময় ইসলাম (২৮)। আর পালাতক আসামিরা হলেন, বারান্দীপাড়ার বকুল হাজি (৬০), টিপু এন্টারপ্রাইজের মালিক নূর ইসলাম (৬০), এমআর ট্রেডের মালিক ইউনুস আলী (৪৮) এবং পূর্ববারান্দীপাড়ার শামছুল হুদা (৬৬)।

র‌্যাব জানিয়েছে, আসামিরা শুল্ক ফাঁকি দিয়ে দেশে বিভিন্ন ভারতীয় পণ্য এনে তা গোপনে বিক্রি করে। বৃহস্পতিবার দুপুরে গোপন সূত্রে সংবাদ পেয়ে ওই মার্কেটের ৬টি দোকানে তল্লাশি করে ৩ লাখ ৯৪ হাজার ৪শ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়। সে সময় দুইজনকে আটক করা হলেও বাকি ৪জন পালিয়ে যায়।