সর্বোচ্চ রানের ম্যাচে বাংলাদেশের হার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ নারী দলের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে সর্বোচ্চ রান তুলেছে দুই দল।

অস্ট্রেলিয়া-বাংলাদেশ নারীদের ওয়ানডে ম্যাচে অতীতে এত রান হয়নি। অথচ সর্বোচ্চ রানের ম্যাচেও বাংলাদেশ হেরে যায় ১১৮ রানের বিশাল ব্যবধানে।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয় বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

এদিন টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে অস্ট্রেলিয়া। টার্গেট তাড়া করতে নেমে ২ উইকেটে ৭০ রান করে ভালো পজিশনেই ছিল বাংলাদেশ।

এরপর মাত্র ২৫ রানের ব্যবধানে ৮ উইকেট হারিয়ে ৩৬ ওভারে মাত্র ৯৫ রানেই অলআউট হয় বাংলাদেশ।

এদিন দুই দল মিলে করেছে ৩০৮ রান। বাংলাদেশ-অস্ট্রেলিয়া নারীদের ওয়ানডে ম্যাচে এটাই সর্বোচ্চ স্কোর।

এর আগে ২০২২ সালের ২৫ মার্চ নিউজিল্যান্ডের ওয়েলিংটনের বেসিন রিজার্ভে ওমেন্স বিশ্বকাপে অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচে দুই দল মিলে করে ২৭১ রান।

বৃষ্টিবিঘ্নিত সেই ম্যাচে ৪৩ ওভারে বাংলাদেশ ৬ উইকেটে ৩৫ রান করে। টার্গেট তাড়ায় ৬৫ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পায় অস্ট্রেলিয়া।