অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে সুখবর পেলেন তৃষ্ণা

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ খেলায় হ্যাটট্রিক করেছেন ফারিহা তৃষ্ণা। দারুণ পারফরম্যান্সের সুবাদে আইসিসির র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদে ৪৮ ধাপ এগিয়ে ৮৭তম স্থানে আছেন ফারিহা।

আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে বোলারদের মধ্যে ৫ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠেছেন রাবেয়া খান। বাংলাদেশিদের মধ্যে সবার শীর্ষে আছেন তিনিই। এছাড়া নাহিদা আক্তার ২ ধাপ উন্নতি করে রয়েছেন ২৪তম স্থানে।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‍্যাংকিংয়ে ১ ধাপ এগিয়েছেন অস্ট্রেলিয়ান নারী দলের অধিনায়ক অ্যালিসা হিলি। বর্তমানে ৬ষ্ঠ স্থানে রয়েছেন তিনি।

হিলির সতীর্থ গ্রেস হ্যারিস ১৫ ধাপ এগিয়ে ৪০তম স্থানে উঠেছেন। শীর্ষস্থান ধরে রেখেছেন আরেক অস্ট্রেলিয়ান বেথ মুনি।

বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান নিগার সুলতানা জ্যোতির, রয়েছেন ১৬তম স্থান।