আহতরা হলেন- ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেন লিটুম মোল্লা (৪৮), দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ ভূঁইয়া (৩২) ও যুবলীগ নেতা নাসিম মোল্লা।
আহতদের মধ্যে দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. সবুজ ভূঁইয়ার শরীরে একাধিক গুলি লেগেছে।
তার অবস্থা আশঙ্কাজনক।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে যশোরের রাজঘাট এলাকায় মোটসাইকেলযোগে যাওয়ার পথে তাদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় দুর্বৃত্তরা।
এ সময় আওয়ামী লীগের নেতাদের শরীরে একাধিক গুলি লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, রাত সোয়া ৮টার দিকে মোটরসাইকেল দিয়ে যাওয়ার পথে অজ্ঞাত সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিন নেতাই গুরুতর আহত হন।