যশোর রেলওয়ে পুলিশ সদস্যরা নিখোঁজ বৃদ্ধা মুনু খাতুনকে (৭০) খুঁজে বের করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। মুনু খাতুন দীর্ঘদিন ধরে নিখোঁজ রয়েছেন।
মুনু খাতুনের বাড়ি রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কাকন পাড়া গ্রামে। মাকে খুঁজতে মুনু বেগমের মেয়ে মিলি বেগম রাজশাহী থেকে যশোর আসেন। তারা যশোর রেলওয়ে স্টেশনে নেমে রেল পুলিশের স্মরনাপন্ন হন। তারা রেলপুলিশকে তার মায়ের ছবি দেখান। যশোর রেলওয়ে পুলিশের ইনচার্জ এস আই মনিতোষ বিশ্বাসের নেতৃত্বে এটিএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল আবু তাহের সহ অন্যান্য সহকর্মীদের সাথে নিয়ে শনিবার মুনু খাতুনকে খুঁেজ বের করে পরিবারের সদসদের কাছে ফিরিয়ে দেন।
এতে মুনু খাতুনের ছেলে মেয়েরা রেলওয়ে খুলনা পুলিশ সুপার রবিউল হাসান ও যশোর রেলওয়ে পুলিশের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।