সুপারস্টার শাকিব খান তার আসন্ন সিনেমা ‘তুফান’র টিজার মুক্তির পর থেকেই আলোচনায় আছেন। সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফী।
এবার সে আলোচনা আরও পাকাপোক্ত করলেন ওপার বাংলার নায়িকা মিমি চক্রবর্তী।
শনিবার (১১ মে) তুফান সিনেমার নতুন পোস্টার প্রকাশ করেছেন টলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘তুফান’র নতুন পোস্টার শেয়ার করেন মিমি।
সিনেমাটির পোস্টারে দেখা যায় শাকিব খানকে জড়িয়ে ধরে আছেন মিমি চক্রবর্তী। রোমান্টিক আর অ্যাকশন ঘরানার এ পোস্টার এরইমধ্যে নজর কেড়েছে ভক্তদের। ফেসবুকে ‘তুফান’র নতুন পোস্টার শেয়ার করে মিমি ক্যাপশনে লেখেন, বড় পর্দায় আসছে তুফান… প্রেজেন্টিং অফিশিয়াল তুফানি পোস্টার।
তুফানে নব্বই দশকের একজন গ্যাংস্টারের চরিত্রটি দেখা যাবে শাকিব খানকে। টিজারে উঠে এসেছে তার ঝলক। প্রযোজনা সংস্থাসহ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সকলে ১ মিনিট ২১ সেকেন্ডের টিজার শেয়ার করার পর সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা সিনেমাটি নিয়ে আলোচনা করছেন। টিজারে দেখা মিলেছে চঞ্চল চৌধুরীকেও।
যৌথ প্রযোজনায় নির্মিতব্য ‘তুফান’-এ শাকিব খান ও চঞ্চল ছাড়াও অভিনয় করছেন মিমি চক্রবর্তী, নাবিলা, মিশা সওদাগর প্রমুখ। যদিও টিজারে তারা ছিলেন অনুপস্থিত। আসন্ন ঈদুল আযহায় প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।