আজ সাংবাদিক জমির আহমেদ টুনের ৯ম মৃত্যুবার্ষিকী

আজ ২২ মে, যশোরের বিশিষ্ট সাংবাদিক জমির আহমেদ টুনের ৯ম মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এইদিন তার জীবনাবসান ঘটে। জমির আহমেদ মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত বাংলাদেশ বেতারের যশোর প্রতিনিধির দায়িত্বে ছিলেন। অর্ধশতাব্দির বেশি সময় তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। ১৯৬২ সালে মর্নিং নিউজের যশোর জেলা প্রতিনিধি হিসেবে তার সাংবাদিকতা শুরু। পরে
তিনি পর্যায়ক্রমে পাকিস্তান টাইমস, বাংলাদেশ টাইমস, অবজারভার এবং বাংলাদেশ বেতারে কাজ করেন।

জমির আহমেদ প্রেসক্লাব যশোরের অন্যতম প্রতিষ্ঠাতা। তিনি এই ক্লাবে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত সম্পাদক, ১৯৭৫-৭৬,
১৯৮০-৮৩ ও ১৯৯৭-৯৯ মেয়াদে সভাপতি নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত ছিলেন। সংবাদপত্র ছাড়াও যশোরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।