বেনাপোল সীমান্তের রঘুনাথপুর দিয়ে ভারতে অবৈধ পথে অনুপ্রবেশ আটক ৮ বাংলাদেশী

যশোরের বেনাপোল সীমান্তের রঘুনাথপুর দিয়ে ভারত থেকে চোরাই পথে আসার সময় নারী পুরুষ শিশু সহ ৮ বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

গতকাল বুধবার (২২ মে) ভোরে ঘিবা গ্রামের একটি মাঠের মধ্য থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারিনি বিজিবি।

আটকরা হচ্ছে সোবহান খান (৪০), সেলিনা খাতুন (৩০), সাইফুল খান (৮), মিঠুন শেখ (৪০), আসমা খাতুন (৩৫), আরিফ খান (১৭), মো. মুন্না (১৫) ও মোসা. রেহানা (২৬)। তারা যশোর, খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।গত ১৮ মে এক মায়ানমার নাগরিকসহ চার বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছিল ঘিবা বিওপির বিজিবি সদস্যরা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর ক্যাম্পের হাবিলদার ওয়াহিদুজ্জামান জানান, রঘুনাথপুর ক্যাম্পের বিজিবির একটি টহল দল ঘিবা গ্রামের একটি মাঠ থেকে অবৈধ ভাবে ভারত থেকে বাংলাদেশ আসার সময় ৮ বাংলাদেশী নাগরিককে আটক করে। অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।