বেনাপোলে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

benapole jessore map

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৩৯৭ বোতল ফেনসিডিলের চালানসহ তুহিন হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

সে বেনাপোল পোর্ট থানার অর্ন্তগত পুটখালী (পশ্চিমপাড়া) গ্রামের সামসুজ্জামানের ছেলে।

মঙ্গলবার দিবাগত গভীর রাত আড়াইটাার পর র‌্যাবের একটি চৌকসদল খবর পান বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইউনিয়নের পুটখালী গ্রামের জনৈক আজগর আলীর আমবাগানের উত্তর পাশে ইছামতী নদীর দক্ষিণ পাড়ে কয়েকজন মাদক ব্যবসায়ী ফেনসিডিলের চালান মজুদ করে রেখেছে। ওই সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তুহিন হোসেনকে গ্রেফতার করে। এসময় সেখানে থাকা দু’টি বস্তায় ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। পরে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দেন।
বেনাপোল পোর্ট থানা পুলিশ আসামি তুহিন হোসেনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করেন।