যশোরে বিএনপি অফিস ভাঙচুর মামলায় জড়িত থাকার অভিযোগে দুইজন আটক

যশোর শহরের লালদীঘির পাড়ে যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শহরের বারান্দি পাড়া বৌবাজার এলাকার আলোচিত মনির ওরফে কসাই মনি ও সনিকে আটক করেছে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।

গত রোববার সন্ধার পর চাঁচড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো: রাসেল। আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছন। মনির ও সনি দুইজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।

গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।