যশোর শহরের লালদীঘির পাড়ে যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে শহরের বারান্দি পাড়া বৌবাজার এলাকার আলোচিত মনির ওরফে কসাই মনি ও সনিকে আটক করেছে র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
গত রোববার সন্ধার পর চাঁচড়া মোড় থেকে তাদেরকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট মো: রাসেল। আটককৃতদের কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়। সোমবার পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে। আদালত তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছন। মনির ও সনি দুইজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তাদের বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।
গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।