খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটিতে ঝিনাইদাহের সিনিয়র সাংবাদিক আসিফ কাজল

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কমিটি গঠন করা হয়েছে। বিভাগীয় কমিশনার মোহাম্মদ হেলাল মাহমুদ শরীফ পদাধিকার বলে আহবায়ক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন ঝিনাইদহ থেকে সাবেক ফুটবলার ও ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, খুলনার ইউএনবি প্রতিনিধি ক্রীড়া সাংবাদিক শেখ দিদারুল আলম, খুলনার সাবেক ক্রিকেটার রুমানা আহমেদ, কুষ্টিয়ার শুটার খন্দকার তুহিন আহমেদ ও ছাত্র প্রতিনিধি মিকাইল ইসলাম চঞ্চল।

আহবায়ক কমিটিতে খুলনা বিভাগীয় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোস্তাক উদ্দিন কে সদস্য সচিব করা হয়েছে। খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সচল ও কার্যকর রাখতে ৭ সদস্য বিশিষ্ট এই কমিটি বিশেষ ভূমিকা পালন করবে বলে সরকারী এক চিঠিতে উল্লেখ করা হয়।