নগরের পতেঙ্গায় বন্দরের ৭ নম্বর ডলফিন জেটির অদূরে ‘বাংলার জ্যোতি’ নামের একটি অয়েল ট্যাংকারের অগ্নিকাণ্ডে ২ জনের মরদেহ পাওযা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে আগুন লাগে অপরিশোধিত তেলবাহী রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) পুরোনো এ ট্যাংকারে। এটি বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে তেল খালাস করে পতেঙ্গার রিফাইনারিতে আনত।
দুর্ঘটনার সময় প্রায় ১১ হাজার টনের বেশি অপরিশোধিত তেল ছিল এ ট্যাংকারে।
আগুন নেভাতে কাজ করে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দর ও ফায়ার সার্ভিস।
সূত্র জানায়, ওই ট্যাংকার থেকে এক ঘণ্টা তেল খালাস করা হয়েছিল। আগুন লাগার পর থেকে একজন নিখোঁজ রয়েছেন।