কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়েকে ধর্ষণের হুমকির অভিযোগ

বরিশালের উজিরপুরে এক প্রবাসীর স্ত্রী ও মেয়েকে কুপ্রস্তাব দিয়ে রাজি না হওয়ায় মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার দক্ষিণ হারতা গ্রামের হায়দার আলী তালুকদারের স্ত্রী তাসলিমা বেগম এ অভিযোগ করেন।
অভিযোগে একই গ্রামের মহিউদ্দিন তালুকদারের ছেলে রিয়ান তালুকদার (২২) ও ছাত্তার খাঁনের ছেলে নাঈম খাঁনকে (২৫) বিবাদী করা হয়েছে। বিবাদীরা বাদী ও তার মেয়েকে যেকোনো সময় তুলে নিয়ে ধর্ষণ করবেন বলে হুমকি দিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
উজিরপুর থানা ও সেনাবাহিনীর কাছে দেওয়া লিখিত অভিযোগে তাসলিমা বলেন, আমার স্বামী সৌদি প্রবাসী থাকায়। আমি ছেলে-মেয়েকে নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করছি। উল্লিখিত বিবাদীরা এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে আমাকে ও আমার মেয়েকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়া আসছে। রাজি না হইলে বিবাদীরা আমাকে ও আমার মেয়েকে ক্ষতিসাধন করবে বলে হুমকি দেয়। এরই ধারাবাহিকতায় গত ১০ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আমার মেয়ে তার স্বামীকে এগিয়ে দিয়ে বাড়িতে ফেরার পথে বিবাদীরা প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দেয়। এ সময় রাজি না হওয়ায় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

তাসলিমা বলেন, আমার মেয়ে মোবাইলে আমাকে জানালে ঘটনাস্থল পূর্ব হারতা সাকিনে জামবাড়ি পাকা রাস্তার উপর জনৈক আজিজের চায়ের দোকানের সামনে উপস্থিত হই। এ সময় তারা আমাকে বেধরক মারপিট করে। এতে সিজারের সেলাইয়ে আঘাতপ্রাপ্ত হয়ে আমি বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহন করে কিছুটা সুস্থ হই।

এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছেন জানিয়ে বাদী তাসলিমা বেগম বলেন, বিবাদীরা আমাকে ও আমার মেয়েকে ধর্ষণসহ যেকোনো ধরনের ক্ষতি করতে পারে।