জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, মব জাস্টিস (দলবদ্ধ গোষ্ঠীর বিচার) কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের ঘটনার তদন্ত করতে হবে।
বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর অনেক জায়গায় মব জাস্টিস হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ভলকার তুর্ক বলেন, মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রতিটি অপরাধের ঘটনার তদন্ত করতে হবে।
জুলাই-আগস্ট আন্দোলনে যেসব পুলিশ মারা গেছেন, তাদের মারার দায়মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ভলকার তুর্ক বলেন, কোনো হত্যারই দায়মুক্তি দেওয়া উচিত নয়। প্রতিটি হত্যার তদন্ত ও বিচার করতে হবে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক মঙ্গলবার (২৯ অক্টোবর) বাংলাদেশে দুই দিনের সফরে আসেন।
ঢাকা সফরকালে হাইকমিশনার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, বেশ কয়েকজন উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একটি বক্তৃতা দেন।