যশোরে এবিপার্টিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের যোগদান

যশোরে এবিপার্টিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা যোগদান করেছেন। গত শনিবার শহরের আরবপুর বাঁচতে শেখা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করেন এবিপার্টি যশোর জেলা শাখা হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এবিপার্টি আহবায়ক প্রফেসর মেজর (অবঃ) ডা. আব্দুল ওহাব মিনার।

এ সময় প্রধান অতিথি বলেন,আওয়ামী ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা পুরো দেশ তলাবিহীন ঝুড়িতে পরিনত হয়েছে।লাগামহীন দ্রব্যমুল্য বৃদ্ধি এবং নিত্যপন্যের দাম বৃদ্ধির কারনে মানুষের জীবন আজ কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি। দেশের মানুষের মুক্তির জন্য এবিপার্টি কাজ করে যাবে।শত বাধা বিপত্তি উপেক্ষা করে এগিয়ে যেতে হবে।মানুষের বিপদে আপদে নেতাদের নাগরিকদের পাশে থাকার আহবান জানান।

স্বাধীনতার মুল ঘোষণা পত্রের মাধ্যমেই এই জাতির মুক্তি সম্ভব বলে তিনি মনে করেন।সকল নাগরিক সমান চোখে দেখতে হবে।নাগরিক সুবিধার ব্যাপারে কোন বৈস্বম্য করা চলবে না।বৈস্বম্যহীন সমাজ গড়ার মাধ্যমেই এবিপার্টি মানুষের প্রিয় দলে পরিনত হবে।

অনুষ্ঠানে এবিপার্টির জেলা সভাপতি অধ্যক্ষ ইয়ামিনুর রহমান সভাপতিত্বে ও এসএম আক্তারুজ্জামানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন এবিপার্টির কেন্দ্রীয় সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, যশোর জেলার সদস্য সচিব ইলিয়াস হোসাইন প্রমুখ।

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের ৭০ জন এবি পার্টির সদস্য ফরম পূরণ করেন।