গাজীপুরে শ্রমিক বিক্ষোভে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের দুই ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ৮টা থেকে ১০ টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর সাতাইশ এলাকায় তারাটেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকেরা এই বিক্ষোভ করেন।
পুলিশ জানায়, বকেয়া বেতন-ভাতার দাবিতে তারাটেক্স গার্মেন্টসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক যান চলাচল বন্ধ করে দেয়। এতে টঙ্গীর গাজীপুরায় শাহাদাত প্লাজার সামনে উভয়মুখী মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০ টার দিকে যৌথ বাহিনীর হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করে নেন শ্রমিকরা।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, বুধবার সকাল ৮টায় তারাটেক্স পোশাক কারখানার শ্রমিকরা রাস্তা বন্ধ করেছিল। পরে সেনাবাহিনী, পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সকাল ১০টায় রাস্তা থেকে তাদের সরিয়ে দিয়েছে।
গাজীপুর শিল্প পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে কারখানার সামনে নিয়ে এসেছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।