নওয়াপাড়া মহিলা কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী নওয়াপাড়া মহিলা কলেজের ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১১ টা থেকে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব কলেজের সভাপতি মাহমুদ হাসান মোগল।

কলেজের অধ্যক্ষ বিশ্বজিৎ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ্ব আব্দুল গণি সরদার, অভয়নগর কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ এস এম খায়রুল বাসার ও কলেজের বিদ্যোৎসাহী সদস্য মোঃ মুজিবর রহমান।

সহকারি অধ্যাপক মোঃ রায়হান উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক বি এম শাহাদত আলম, হেমায়েত হোসেন হিমু, মাহবুবুর রহমান, ওয়াহিদুর রহমান ফারাজি, নাসরিন আক্তার হীরা প্রমূখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ফারিহা আফসিন এবং গীতা পাঠ করেন অঞ্জলী বিশ্বাস।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতির উপর গুরুত্ব আরোপ করেন।