যশোরে বোমা হামলা ৯বছর পর আ.লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতির বাড়িতে বোমা হামলা,অগ্নিসংযোগ, লুটপাটের ঘটনার ৯ বছর পর চেয়ারম্যান শামীম রেজাসহ আওয়ামী লীগের ৩৫ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ওয়ার্ড বিএনপির সভাপতি বড় মেঘলা গ্রামের মৃত হাশের আলী দফাদারের ছেলে মনিরুজ্জামান বাদী হয়ে এ মামলা করেছেন। মাহিদিয়া গ্রামের মৃত আব্দুল আজিজ বিশ^াসের ছেলে সাবেক চেয়ারম্যান শামীম রেজা, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া অভিযোগের তদন্তকরে ডিবিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

অন্য আসামিরা হলো, বড় মেঘলা গ্রামের তিনভাই মিজানুর রহমান, আমিনুর রহমান, জয়নুর রহমান, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর, নুর ইসলাম মোল্যা, রাহাত আলী, মাসুদুর রহমান, বিপ্লব হোসেন, অহিদুল আলম, আব্দুল কুদ্দুস, শাহারুল ইসলাম, আলমগীর হোসেন, চঞ্চল, সাজ্জাদুল আলম, সাইফুল, ইমদাদুল হক, ইকবাল হোসেন, ছোট মেঘলা গ্রামের বাবুল আক্তার, কিতাব আলী, শাহাজাহান সরদার, বাবুল সরদার, রিপন হোসেন, আলমগীর হোসেন, ফারুক, করিচিয়া গ্রামের ইব্রাহিম, ভাতুড়িয়া গ্রামের কাজল, আব্দুল হামিদ, আতিয়ার রহমান, তেতুলিয়া গ্রামের আব্দুল হামিদ, গোয়ালদাহ গ্রামের ইয়াসিন, সাড়াপোল গ্রামের মঞ্জুর এ মাহবুব, তপসীডাঙ্গা গ্রামের তোফাজ এবং মামুন।

মামলার অভিযোগে জানা গেছে, আওয়ামী লীগ সরকার বছরের পর বছর ক্ষমতায় থাকায় আসামিরা বেপরোয়া হয়ে উঠেছিল। মনিরুজ্জামান ওয়ার্ড বিএনপির সভাপতি হওয়ায় তাকে ক্ষতি করার ষড়যন্ত্র করে আসছিল আসামিরা। তারই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৩১ জানুয়ারি আসমিরা মনিরুজ্জামানের বাড়িতে হামলা করে। হামলাকারী ভাংচুর, লুটপাট, বোমা হামলা ও অগ্নিসংযোগ করে ব্যপক ক্ষয়ক্ষতি করে। আসামির প্রভাবশারী হওয়ায় এ ঘটনায় তখন মামলা করা যায়নি। বর্তমানে পরিবশে অনুকূলে আসায় তিনি আদালতে এ মমামলা করেছেন।