‘বেনাপোল এক্সপ্রেস’ পদ্মা সেতু দিয়ে ঢাকার সাথে সরাসরি নড়াইল, যশোর হয়ে বেনাপোলে দিনে ২ বার চালু ও বেনাপোল থেকে পণ্যবাহী স্পেশাল ট্রেন চালুর দাবিতে যশোরে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে।
আজ বুধবার দুপুরে শহরের মুজিব সড়কে অবস্থিত স্থানীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলন জেলা শাখা আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সমন্বয়ক মাসুদুজ্জামান মিঠু, আহবায়ক মাস্টার নুর জালাল, নির্বাহী কমিটির সদস্য ব্যবসায়ী মতিয়ার রহমান, এ্যাড. আহসানুল্লাহ ময়না, এ্যাড. আবুল কায়েস, মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সবুর সহ উক্ত সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ, হোমিও চিকিৎসক ও পেশাজীবী সংগঠন (হোচিপেস) ও মৎস্য হ্যাচারি মালিক সমিতির নেতৃবৃন্দ সহ যশোরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
বক্তারা বলেন, পদ্মা সেতু দিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেন দিনে দুবার চালু করতে হবে। তাহলে সাধারন জনগন স্বল্প সময়ে যাতায়াত করতে পারবে। সেই সাথে ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বেনাপোল থেকে পণ্য, গদখালী থেকে ফুল যশোর ও বারোবাজার থেকে মাছ ও সব্জি স্বল্প সময়ে ঢাকায় পৌঁঁছে দেয়ার লক্ষ্যে স্পেশাল পন্যবাহী ট্রেন চালু করতে হবে। যদি সরকার এই দাবি না মানেন তাহলে রেল অবরোধ সহ সারা দেশের সাথে যশোরের রেল যোগাগোগ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।