বিকেএসপির মহাপরিচালকের অপসারণ দাবি করে বিভিন্ন বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে তায়কোয়ানদো যশোর জেলা শাখা। গত মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় তায়কোয়ানদো ইউনিয়ন এর সভাপতি ও বিভাগীয় প্রধান প্রশিক্ষক এসকে ওয়ালিউর রহমান, সাধারণ সম্পাদক ও সহকারী প্রধান প্রশিক্ষক তবিবুর রহমান,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার প্রধান সম্মনয়ক রাশেদ খান,অন্তরাসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া বাংলাদেশ তায়কোয়ানদো ইউনিয়ন যশোর জেলা শাখার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মনিরুল ইসলামের বাংলাদেশ তাইকোয়ান্দো ইউনিয়নের খেলোয়াড়দের নিয়ে আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ প্রকাশিত সংবাদটি মিথ্যা, বানোয়াট এবং বিভ্রান্তিমূলক। পত্রিকার রিপোর্টে উল্লেখিত ৫ ই আগস্টে মুমিত হাসান ব্রাইটের অফিস ভাংচুর হয়েছে বলা হয়েছে, তবে এমন কোন ঘটনাই ঘটেনি, বিষয়টি ছিল মিথ্যা ও ভিত্তিহীন।
সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ফেডারেশনের এবং ভুয়া তাইকোয়ান্দো খেলোয়াড় কল্যাণ সমিতির সকল দুর্নীতিবাজ আওয়ামী সন্ত্রাসীদের বহিষ্কার এবং আশু গ্রেপ্তার সহ শাস্তি দাবী করা হয় মানববন্ধন থেকে।