ঝিনাইদহে দুস্থ ও শীতার্তদের মাঝে পাঁচ শতাধিক শীতবস্ত্র বিতরণ

পৌষের মাঝা মাঝিতে তীব্র শীত আর হিমেল হাওয়ায় কাঁপছে দেশ। তাইতো এই শীতে অসহায় দুস্থদের একটু উষ্ণতা দিতে শীতবস্ত্র বিতরণ করেছে মানবিক মিশন ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আজ দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত হিসেবে কম্বল বিতরণ করা হয়।
এসময় সংগঠনটির সভাপতি রাশেদ আহমেদ, সাধারণ সম্পাদক তারেক হাসান, হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী, সমাজসেবক আনোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সেসময় প্রায় পাঁচ শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র এই শীতে শীতবস্ত্র পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন অসহায় দুস্থ ও শীতার্ত মানুষেরা।

লাঠিতে ভর করে কম্বল নিতে আসা মোমেনা খাতুন বলেন, আল্লাহ ভালো করুক। টাকার অভাবে কম্বল বা লেপ কিনতে পারছিলাম না। খুব কষ্টে ছিলাম। কম্বলটা পেয়ে এ বয়সে শীতটা ভালো যাবে।

মানবিক মিশন ফাউন্ডেশন’র সভাপতি রাশেদ আহমেদ বলেন, দায়বদ্ধতার জায়গা থেকে মানুষের জন্য কাজ করে থাকি। আমাদের লক্ষ্য এই দেশ বা আমাদের এলাকার কেউ কষ্টে থাকবে না। এলাকার যেকোন অসহায় মানুষ সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করলে সাধ্যমত সহযোগিতা করা হবে। এছাড়াও শুধু শীতবস্ত্র বিতরণই নয়, দুস্থদের পাশে যেকোন প্রয়োজনে সর্বদা দাঁড়ানোর আশ^াস দিন তিনি।
উল্লেখ্য,‘মানবিক মিশন ফাউন্ডেশন’ ২০১৭ সাল থেকে অসহায় দুস্থদের নানারকম সাহায্য-সহযোগিতা করে আসছে। এ পর্যন্ত প্রায় ৩ হাজার মানুষকে খাদ্য, অর্থ, চিকিৎসাসেবা সহ নানাভাবে সহযোগিতা করেছে। সংগঠনটির সদস্য সংখ্যা ৩৫ জন। তারা সবাই হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২০০৬ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন।