যশোর ঝুমঝুমপুর ৪৯ বিজিবি ব্যাটেলয়নের সদস্যরা আলাদা আলাদা তল্লাশি চালিয়ে শার্শা উপজেলার আমড়াখালি চেকপোস্টসহ অন্যান্য এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক,কম্বল এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়েছে। যার মূল্য ১২ লক্ষ ৯২ হাজার ৪০০ টাকা।
যশোর ৪৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে.কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী সাংবাদিকদের জানান, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেনাপোল বিওপি, পাঁচপীরতলা বিওপি, আমড়াখালী চেকপোস্ট এবং বেনাপোল আইসিপি এর সীমান্ত এলাকায় বিশেষ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ফেন্সিডিল, শাড়ী, থ্রী পিস, তৈরি পোশাক, কম্বল এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করা হয়।
বিজিবি এ ঘটনায় কোন চোরাকারবারিকে আটক করতে পারিনি।