প্রথম আলো বন্ধুসভার, যশোরের কমিটি গঠন

প্রথম আলো বন্ধুসভা, যশোরের নতুন কমিটি গঠিত হয়েছে। এক বছর মেয়াদি কমিটির সভাপতি আবৃত্তি শিল্পী জাহিদুল যাদু ও সাধারণ সম্পাদক

রাইয়াদ ফেরদৌস হামিম। গত মঙ্গলবার প্রথম আলো কার্যালয়ে যশোর বন্ধুসভার সাধারণ সভায় ২৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম।

কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন ও মো. নুরুন্নবী, যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার রুমি ও শাহীন আলম রাজ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান (ছোট), অর্থ সম্পাদক সাদিয়া তাবাসসুম, দপ্তর সম্পাদক নাহিদ হাসান, প্রচার সম্পাদক কুলসুমা কিফায়্যাত কবিতা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মনিরা খাতুন, সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান মিতু, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক সুমাইয়া খাতুন শোভা, প্রশিক্ষণ সম্পাদক আসিফ সাত্তার সচী, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক ডা. মাসুদুর রহমান, স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক তানিয়া খাতুন, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নাহিদ হাসান জয়, মুক্তিযুদ্ধ ও গবেষণা বিষয়ক সম্পাদক জাহানারা জ্যোতি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুনিয়া মোমো, ম্যাগাজিন বিষয়ক সম্পাদক নাজিরা ইয়াসমিন মিম, বইমেলা সম্পাদক মোস্তাফিজুর রহমান কার্যনির্বাহী সদস্য সাইদুর রহমান লিটন, মুরাদ হোসেন ও হামিদা হিমু।

মঙ্গলবার বিকাল ৪টায় মুরাদ হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। শুরুতে ২০২৪ সালের কমিটির সাধারণ সম্পাদক হামিদা হিমু সম্পাদকীয় প্রতিবেদন ও অর্থ প্রতিবেদন উপস্থাপন করেন। এরপর দুইটি প্রতিবেদনের উপর মুক্ত আলোচনা করেন বন্ধুসভার বন্ধু জাহিদুল যাদু, মোয়াজ্জেম হোসেন, মোস্তাফিজুর রহমান, রাইয়াদ ফেরদৌস হামিম, ফয়সাল হোসেন, সাদিয়া তাবাসসুম, মনিরা খাতুন, জাহানারা জ্যোতি প্রমুখ।

সভায় সিদ্ধান্ত হয়, নতুন কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান হবে আগামী ১১ জানুয়ারি সাতক্ষীরার দেভাটা উপজেলার ইছামতি ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্রে।