যশোরের বাঘারপাড়ায় আওয়ামী কর্মী গ্রেফতার

jessore atok map

আওয়ামী বকুল হোসেন নামে একজনকে গ্রেফতার করেছে বাঘারপাড়া থানা পুলিশ। সে ওই উপজেলার হুলিহট্ট গ্রামের মৃত আব্দুস সবুর বিশ্বাসের ছেলে।

শুক্রবার রাতে বাঘারপাড়া থানা পুলিশ বকুল হোসেনকে বাঘারপাড়া থানায় দায়েরকৃত একটি হামলা মারপিটসহ বোমা বিস্ফোরণ মামলায় গ্রেফতার করে।

শনিবার ১১ জানুয়ারী দুপুরে তাকে আদালতে সোপর্দ করেন।