রান্না করার সময় চুলায় আগুন দিতে যেয়ে অসাবধানতাবশত ফারজানা আক্তার নামে (২০) একবধূ কাপড়ে আগুন লেগে গুরুতর দগ্ধ হয়েছেন। পুড়ে গেছে শরীরে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।
শুক্রবার সকালে যশোর শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় এই ঘটনা ঘটে। দগ্ধ ফারজানা নীলগঞ্জ সুপারিবাগান এলাকার মৃত: ফজলুল হকের স্ত্রী।
দগ্ধ ফারজানার ভাই নজরুল ইসলাম জানান,শুক্রবার সকাল ৮টার দিকে নিজ বাড়ির রান্নাঘরে রান্না করতে যান। এসময় কেরোসিন তেল দিয়ে চুলা জ্বালাতে গেলে
অসাবধানতাবশত তেল তার পরনের কাপড়ে পড়ে যায়। পরে ম্যাচ দিয়ে আগুন জ্বালালে গেলে কাপড়ে আগুন লেগে তিনি গুরুতর দগ্ধ হন। বাড়ির অন্যান্য লোকজন টের পেয়ে ফারজানাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের মহিলা সার্জারী ওয়ার্ডে ডাক্তার সুইটি আক্তার জানিয়েছেন,দগ্ধ ফারজানার শারীরিক অবস্থা আশংকাজনক। তার মুখসহ শরীরের ৮০ভাগ ঝলসে গেছে। তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার্ড করা হয়েছে।