ঝিনাইদহ সদর উপজেলার উত্তর বাদপুকুর গ্রামে নিখোঁজের সাত দিন পর বাড়ীর পাশের একটি সেফটি ট্যাংকের ভিতর থেকে রফিকুল ইসলাম রুবেল (৩৬) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে ঝিনাইদহ সদর থানা পুলিশ সেফটি ট্যাংকের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে। নিহত রফিকুল ইসলাম রুবেল একই গ্রামের নুরুজ্জামানের ছেলে।
স্থানীয়রা জানান, গত ১১ জানুয়ারী বাড়ী থেকে নিখোঁজ হয় রফিকুল ইসলাম। এর পর থেকে সে আর বাড়ীতে ফিরে আসেনি। অনেক খোজাঁখুজির পর শনিবার বিকেলে বাড়ীর পাশের একটি পরিত্যক্ত সেফটি ট্যাংকে তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। সেখান থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা গ্রহন করা হবে।