যশোর পুলেরহটে ওয়াজ মাহফিল থেকে চুরির ঘটনায় দুইজন আটক

jessore atok map
যশোর পুলেরহাটে আদ-দ্বীন সখিনা মেডিকেল হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত ওয়াজ মাহফিল থেকে সোনার গহনা চুরির ঘটনায় দুই যুবককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে উপশহর এলাকা থেকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, শংকরপুর চোপদারপাড়ার মৃত মোশারফ বিশ্বাসের ছেলে হাশেম আলী ও ঘোপ জেলরোড বেলতলা এলাকার মৃত আলীর ছেলে সুমন। মঙ্গলবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদেরেকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চঁাচড়া পুলিশ ফঁাড়ির এসআই হাসান মাহমুদ জানান, গত ৩ জানুয়ারি পুলেরহাটে ওয়াজ মাহফিল হচ্ছিল। এসমন সময় মহিলা প্যান্ডেলে প্রবেশ করার সময় এক নারীর গলায় থানা সোনার চেইন চুরি হয়ে যায়। যার দাম একলাখ ৩০ হাজার টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়। তদন্তে উঠে আসে ওই দুই যুবক এ ঘটনার সাথে জড়িত ছিলেন। পরে তাদেরকে আটক করা হয়।
এদিকে, অপর একটি সূত্র জানিয়েছে মঙ্গলবার শহরের এবি ব্যাংক এলাকায় চুরি করতে যেয়ে ধরা পড়ে সুমন। পরে জিজ্ঞাসাবাদে তার নানা অপকর্মের কথা স্বীকার করে।