বিএনপি নেতাকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা

সাবেক ছাত্রদল নেতা বেনাপোল পৌর বিএনপির সদস্য এবং যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: সবুর হোসেনকে নিজ দল (বিএনপির) এর কাছে হেয় প্রতিপন্ন করার জন্য একটি কুচক্রী মহল তার দেওয়া দৈনিক যায়যায়দিনের একটি শভেচ্ছা বিজ্ঞাপন ফটোসপের মাধ্যেমে এডিট করে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছবির জায়গায় শেখ মুজিবের ছবি লাগিয়ে নেতা কমীদের মাঝে মিথ্যা বানোয়াট তথ্য সরবারাহের অভিযোগ করেছে সে আওয়ামীলীগের সাথে জড়িত ছিল।

স্থানীয়রা জানায়, সবুর একজন বিএনপির নিবেদিত কর্মী। সে ২০০৩ সালে ছাত্র দলের নেতা ছিলেন। সে আওয়ামীলীগের বিগত ১৫ বছর অত্যাচার নির্যাতন এর শিকার। তার নামে আওয়ামী সরকার কয়েক দফায় নাশকতা মামলা দিয়েছে।

এবং তাকে আওয়ামী সন্ত্রাসী বেনাপোল এর কাগজপুকুর গ্রামের চিহিৃত খুনি আমিরুল হত্যা করতে কয়েবার চেষ্টা করে ব্যার্থ হয়। দলীয় পদ পদবীর জন্য একটি মহল এসব গুঞ্জন ছড়াচ্ছে বলে তিনি অভিযোগ করেন।