যশোরে ভাড়াটিয়ার দোকানে তালা,সুরাহার নামে টালবাহানা

যশোর শহরের উপশহর বি ব্লক বাজার এলাকায় কোন কারণ এবং পূর্ব নোটিশ ছাড়াই দোকানে তালা লাগিয়ে দেয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযোগে জানা গেছে উপশহর বি-ব্লক বাজারের আল-মসজিদ উল-মোকাররম মার্কেটে দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করছেন খালিদ হাসান। সম্প্রতি কোন কারণ ছাড়াই তার দোকানে তালা লাগিয়ে দেয় মসজিদ উপ-কমিটির সদস্যরা। যার ফলে তিনি দোকান ব্যবহারে অসমর্থ হয়ে পড়েছেন। ভুক্তভোগী খালিদ হাসান জানান পূর্বে মসজিদ মার্কেট কমিটি মাসিক ভাড়ার পরিবর্তে বাৎসরিক ভাড়া গ্রহণ করত। তিনি সেই নিয়ম অনুযায়ী ভাড়া পরিশোধ করে আসছিলেন। কিন্তু নতুন উপ-কমিটি দায়িত্ব নেয়ার পর তার সঙ্গে কোনো আলোচনার আগেই দোকানে তালা লাগিয়ে দেয়া হয়।

এ বিষয়ে তিনি মসজিদ কমিটির সাধারণ সম্পাদকসহ অন্যান্য সদস্যদের সঙ্গে একাধিকবার কথা বলা হলেও সমাধানের জন্য কেউ এগুলো আসেনি। ফলে তিনি দোকান ব্যবহারের সুযোগ পাচ্ছেন না। এতে করে তিনি আর্থিক ও মানসিক ক্ষতির শিকার হচ্ছেন। তিনি আশঙ্কা করছেন, মসজিদ কমিটি তাকে অবৈধভাবে উচ্ছেদ করার জন্য তালা লাগিয়ে দিয়েছে। বারবার আলোচনা করেও সমাধান না পেয়ে শেষ পর্যন্ত কোতয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

এ বিষয়ে মসজিদ কমিটির কেউ বক্তব্য দিতে রাজি হয়নি। তবে স্থানীয় ব্যবসায়ীরা এ ঘটনার সুষ্ঠু সমাধান ও ভুক্তভোগীকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে যশোর কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) কাজী বাবুল বলেন, এমন একটি অভিযোগ থানায় করা হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।