চৌগাছায় ধুলিয়ানী ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল

যশোরের চৌগাছা ধুলিয়ানী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বিকাল ৪ টায় ভাদড়া গ্রামের মাঠ প্রঙ্গেনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এক আলোচনা সভা ৩;নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহমত আলীর সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবেক যশোর জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত এম এ সালাম এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাঃ আলীবদ্দীন খান, মুস্তাফিজুর রহমান মোস্তাক, পৌর বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, পৌর যুব দলের আহবায়ক ছালাউদ্দিন, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন, স্বরুপদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি জহরুল ইসলাম,

সিংহঝুলী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ, সুখপুকুরিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক হামিদ গাজী, কৃষক দলের সভাপতি আজগর আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি, ধুলিয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুসা হোসেন সহ উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।