চট্টগ্রামে সিরিজ রক্ষার ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন মেহেদী হাসান মিরাজ। ফাইফার ও সেঞ্চুরি তুলে নিয়ে দলকে সিরিজ হারের হাত থেকে রক্ষা করেন তিনি। যার স্বীকৃতি স্বরূপ প্রথমবারের মতো আইসিসির মাস সেরার মনোনয়ন পেয়েছেন তিনি। এবার আরও একটি সুখবর পেয়েছেন এই টাইগার অলরাউন্ডার।
লাল বলের ক্রিকেটে অলরাউন্ডারদের তালিকায় ক্যারিয়ার সেরা দুই নম্বরে উঠে এসেছেন মিরাজ। বুধবার (৭ মে) আইসিসির সাপ্তাহিক হালনাগাদ থেকে এই তথ্য উঠে এসেছে।
সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিং করেন। জিম্বাবুয়ের প্রথম ইনিংসে ৫ উইকেট নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট পেয়েছেন। দুই ইনিংসেই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন।
এতে ক্যারিয়ার সেরা ৩২৭ রেটিং পয়েন্ট নিয়ে এখন দুইয়ে আছেন বাংলাদেশের অলরাউন্ডার। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে তার পয়েন্টের ব্যবধান ৭৩।
চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ইনিংস ও ১০৬ রানের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংস খেলেন তিনি। পরে প্রতিপক্ষের দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। দুর্দান্ত এই পারফরম্যান্সে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।
পারফরম্যান্সের প্রভাব পড়েছে অন্যান্য র্যাঙ্কিংয়েও। ব্যাটারদের তালিকায় মিরাজ এগিয়েছেন ৮ ধাপ, বর্তমানে আছেন ৫৫তম অবস্থানে। অন্যদিকে, বোলারদের র্যাঙ্কিংয়েও দুই ধাপ এগিয়ে ২৪ নম্বরে রয়েছেন তিনি।