চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় প্রকল্প উদ্বোধন

যশোরের চৌগাছায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় “প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিরক্ষা সক্ষমতাসহ দুর্বলীকরণ প্রকল্প” উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করে আশরাফ ফাউন্ডেশন। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রিস্টিয়ান এইড-এর কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

দিনব্যাপী এই কর্মসূচিতে স্থানীয় সরকার, শিক্ষক, সাংবাদিক, ধর্মীয় নেতা, সুশীল সমাজ ও প্রশাসনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম। তিনি বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় এই ধরনের অংশগ্রহণমূলক প্রকল্প আমাদের সমাজ ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করে তুলবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদী হাসান । তিনি বলেন, “প্রতিবন্ধীদের উন্নয়নে সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, যা এই প্রকল্পটি করে দেখাচ্ছে।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম রাসেল আশরাফ। তিনি প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হোসাইন, মৎস্য কর্মকর্তা তাসলিমা জেবিন, যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র, মহিলা বিষয়ক কর্মকর্তা আঞ্জুমান মাহমুদা, প্রেসক্লাব চৌগাছার সাধারণ সম্পাদক আজিজুর রহমান, ধুলিয়ানী ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, মাশিলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর রহমান, আশরাফ ফাউন্ডেশনের সমন্বয়কারী মামুন রশিদ বকুল প্রকল্প সমন্বয়কার আবু হাসনাত,প্রকল্প ম্যানেজার রিজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি সকাল ১০টা ৪৫ মিনিটে রেজিস্ট্রেশনের মাধ্যমে শুরু হয়ে ধাপে ধাপে প্রকল্প উপস্থাপনা, অংশগ্রহণমূলক আলোচনা ও মতামত গ্রহণ পর্বে পরিণত হয়।

অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন আশরাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রকল্প সংশ্লিষ্টরা।