যশোরে শিশু চয়ন হত্যা মামলার পলাতক আসামি সনি আটক

যশোরের বহুল আলোচিত চয়ন দাস হত্যা মামলায় পলাতক আসামি সনি কুমার দাস (১৭)কে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। বৃহস্পতিবার সদর উপজেলার শানতলা এলাকায় তার খালুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পিবিআই জানায়, গত চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি সদর উপজেলার চুড়ামনকাঠি কুন্ডুপাড়ায় একটি নামযজ্ঞ অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই গ্রামের দাসপাড়ার যুবকদের মধ্যে বিরোধ শুরু হয়, যা পরদিন মল্লিকপুরে গড়ায় সংঘর্ষে। এতে চয়নের বন্ধু জবীন ও স্বাধীন দাস ছুরিকাহত হন।

চয়ন দাস ২৫ ফেব্রুয়ারি রাতে আহত বন্ধুদের দেখে হাসপাতালে যাওয়ার পর ফেরার পথে শানতলায় প্রতিপক্ষের হামলার শিকার হন। তাকে রাস্তার উপর ফেলে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ঘটনার পর যশোর কোতয়ালী থানায় ১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করে চয়নের পিতা নয়ন ।

মামলাটির তদন্তে নেমে পিবিআই এরইমধ্যে চারজনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে পিবিআই যশোরের একটি টিম। যাদের মধ্যে দুজন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দিও দেন।

সর্বশেষ পলাতক আসামি সনি কুমার দাসকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। সনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পিবিআই ।