স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী যথাযথভাবে পালনের লক্ষ্যে ঝিনাইদহে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ মে) সকালে শহরের ফ্যামিলি জোন কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ।
এছাড়াও সভায় ঝিনাইদহ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, জেলা বিএনপির সহ-সভাপতি এম আক্তারুজ্জামান আক্তার, জেলা জাসাসের সদস্য সচিব কামরুজ্জামান লিটন সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম সভাটি সঞ্চালনা করেন। এ