যশোরে মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” প্রতিপাদ্যে যুব সমাজকে সচেতনতায় উদ্যোগ
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘মাদকবিরোধী ফুটবল প্রতিযোগিতা-২০২৫’। “খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল” এই সচেতনতামূলক প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের রহমতপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এই আয়োজন।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোর এর উপপরিচালক মোঃ আসলাম হোসেন এবং রূপালী ব্যাংক যশোর শাখার এজিএম মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার বারোবাজার ডিগ্রী কলেজের প্রভাষক মোঃ ফারুক হোসেন।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় ‘বারিয়ালী ফুটবল একাদশ চৌগাছা’ ও ‘হযরত ফুটবল একাডেমি যশোর’। জমজমাট খেলায় ২-০ গোলের ব্যবধানে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ‘হযরত ফুটবল একাডেমি যশোর’। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের ১১ নম্বর জার্সিধারী খেলোয়াড় চয়ন।

প্রায় পাঁচ হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এই খেলাটি প্রাণবন্ত এক উৎসবে রূপ নেয়। অতিথিবৃন্দ তাদের বক্তব্যে যুব সমাজকে মাদকের অপকারিতা সম্পর্কে সচেতন করে খেলাধুলা ও সুস্থ বিনোদনের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গঠনের আহ্বান জানান।