ফ্রান্সের কোচ-সভাপতিকে ধুয়ে দিলেন বেনজেমা

footballer benzemaস্পোর্টস ডেস্ক: ফ্রান্স জাতীয় দলে লম্বা সময় ধরে উপেক্ষিত রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমা। ২০১৬ ইউয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর ২০১৮ বিশ্বকাপ দলেও ডাক পাননি ত্রিশ বছর বয়সী ফরোয়ার্ড। এ নিয়ে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লা গ্রায়েত ও কোচ দিদিয়ের দেশমকে বিদ্রূপ করতে ছাড়েননি বেনজেমা। তাকে বাদ রাখার সিদ্ধান্তে দেশমকে সমর্থন করেন নোয়েল লা গ্রায়েত।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এটা পুরনো গল্প। আমরা পেছনে ফিরে যেতে পারি না। সবাই একমত যে বেনজেমা একজন অসাধারণ খেলোয়াড়। সে রিয়াল মাদ্রিদের হয়ে নিয়মিত খেলছে। কিন্তু ফ্রান্স দলে সে ইতিহাসের অংশ।’

গ্রায়েতের মন্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়াই ব্যক্ত করেন বেনজেমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ‘মিস্টার গ্রায়েত আপনার প্রতি সম্মান রেখে বলছি, আপনি নীরব থাকার সুযোগ হারিয়েছেন। আমি আপনার আসল চেহারা আবিষ্কার করেছি। এটা এমন না যে তিনি আমার প্রশংসা করেছেন। এবং দল নির্বাচন বিষয়ে আলোচনা না করার কথাই বলেছেন।’

বেনজেমার বাদ পড়ার জেরে সম্প্রতি ফ্রান্সের এক চিত্রশিল্পী ছবি এঁকে দেশমকে ব্যাঙ্গ করেন। নিজের টুইটারে সেই ছবি শেয়ার করেন বেনজেমা। চিত্রটিতে দেখা যায়, ফ্রান্স দলকে নিয়ে রাশিয়ার উদ্দেশে যাত্রা শুরু করেছেন দেশম আর উড়োজাহাজের নিচে ৪টি ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা নিয়ে উল্টো পথে বেনজেমা। তিন বছর আগে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনাকে যৌনবিষয়ক একটা ভিডিও টেপ নিয়ে ফাঁসানোর অভিযোগ ওঠে বেনজেমার বিরুদ্ধে। এর পর থেকেই ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচে ২৭ গোল করা বেনজেমার জন্য জাতীয় দলের দরজা বন্ধ।