রবীন্দ্র সম্মেলনে যোগ দিতে চীনে যাচ্ছেন আতাউর রহমান ও ড. ইসরাফিল

ডেস্ক রিপোর্ট: রবীন্দ্র সম্মেলনে যোগ দিতে চীনের বেইজিং যাচ্ছেন নাট্যব্যক্তিত্ব আতাউর রহমান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন। আগামী ৬ জুন বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তাদের।

এ প্রসঙ্গে আতাউর রহমান বলেন,সাধারণত এরকম কোনো সম্মেলনে কোনো পেপার পড়িনা, কিন্তু এখানে ‘আজকের পৃথিবী ও রবীন্দ্রনাথ’কে কেন্দ্র করে রবীন্দ্রনাথের সৃষ্টিশীলতার বিশাল ভান্ডার, রচনা, গান, কবিতা, প্রবন্ধ,ছোট গল্প, নাটক সব মিলিয়ে আমি কথা বলবো। শুধু বাংলাদেশ থেকে আমরা নই, বিশ্ব ভারতী থেকেও অনেকেই আসবে।

উল্লেখ্য, চীনের বেইজিংয়ে পিকিং ইউনিভার্সিটির এশিয়ান অ্যান্ড আফ্রিকান ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার এবং জিগুনাং ক্লাসিক্যাল স্কুল রবীন্দ্রনাথকে নিয়ে এ সম্মেলনের আয়োজন করেছে।