হবিগঞ্জ: হবিগঞ্জের নবীগঞ্জে নিঁখোজের ৫ দিন পর কাওছার মিয়া নামে এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।শনিবার রাতে উপজেলার পানিউমদা ইউনিয়নের পাহাড়ের কাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত কাওছার মিয়া (১৪) পানিউমদা ইউনিয়নের চাতল গ্রামের হায়দর আলীর ছেলে।নিহতের পরিবার জানায়, গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিঁখোজ হয় কাওছার। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তাকে না পাওয়া গেলে নবীগঞ্জ থানায় একটি জিডি করেন কাওছারের পিতা হায়দর আলী।
স্থানীয়রা বিকালে ওই এলাকায় কাওছারের মাথাবিহীন লাশ দেখতে পায়। তার শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। পরে খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। এঘটনায় কাওছারের পিতা হায়দর আলী বাদী হয়ে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় চাতল গ্রামের কাছুম আলীর পুত্র দুরুদ মিয়াকে (২৬) আটক করেছে পুলিশ।