অডিও ক্লিপ নিয়ে তদন্ত শুরু হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, টেকনাফে মাদকবিরোধী অভিযানে পৌর কাউন্সিলর একরামুল হক নিহত হওয়ার ঘটনা নিয়ে প্রকাশিত ‍অডিও ক্লিপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছেছে। তদন্তও শুরু হয়েছে।

রোববার রাজধানীর সিদ্ধেশ্বরীতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাদকবিরোধী সচেতনতামূলক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়টি যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তদন্ত কমিটি করা হয়েছে। অডিও ক্লিপটি যাচাই-বাছাই করা হচ্ছে। কোনো হত্যা বা দুর্ঘটনা তদন্তের বাইরে নয়। সব হত্যার তদন্ত হবে। যেখানে যেটা দরকার সেটা করা হবে।’স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘সরকারের উদ্দেশ্য হল সবাইকে মাদকের ভয়াবহ অবস্থা থেকে রক্ষা করা। মাদকের তালিকা বড়। মাদক নির্মূল না হয় ততদিন পর্যন্ত অভিযান চলবে। সেক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।’