রাজধানীতে মাদকের সব আখড়া ধ্বংস করা হবে

asadurjaman meyaডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় মাদকের কোনো আখড়া রাখা হবে না। পর্যায়ক্রমে মাদকের জন্য চিহ্নিত সব এলাকা ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

সারা দেশে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে গরিব-দুস্থদের মধ্যে ঈদবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এ কথা জানান।

তিনি বলেন, ঢাকা মহানগরীতে প্রতিটি মাদকের আখড়া আমরা ভেঙে গুঁড়িয়ে দিচ্ছি এবং দেব। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, মাদক সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। ফলে হাজারও পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মাদক ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ, টাকা বিনিয়োগ ও আশ্রয় না দেওয়ার জন্য রাজধানীবাসীর প্রতি আহ্বানও জানান তিনি।