জাতীয় স্মৃতিসৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানালেন ১৮ বিচারপতি

খোরশেদ আলম, সাভার: সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া নতুন ১৮ জন বিচারপতি। এসময় তারা শহীদদের স্মরণে এক মিনিট নিবরে দাড়িয়ে থাকেন। পরে সৌধের পরিদর্শন বইতে সাক্ষর করে বেলা পৌনে ১২টার দিকে সৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন তারা।

savar newsএর আগে বেলা ১১টার দিকে নব নিযুক্ত বিচারপতি মোঃ আবু আহমাদ জমাদারের নেতৃত্বে সড়ক পথে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌছান ওই নতুন ১৮ বিচারপতিদের গাড়ি বহর। সৌধে বিচারপতিদের গাড়ি বহর পৌছানের পর তাদের ফুল দিয়ে বরন করে নেয় ঢাকা জেলার পুলিশ শাহ মিজান সাফিউর রহমান।

এদিকে, বিচারপতিদের আগম উপলক্ষে পুরো সাভার এলাকা জুড়ে ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। সড়কে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।