দেশ নিয়ে কথা বলবেন না শাহরুখ

sharuk khanবিনোদন ডেস্ক: দেশের যে কোনো সমস্যা নিয়ে মতামত রাখলে তারকাদের জনপ্রিয়তা বাড়ে। আবার অনেক ক্ষেত্রেই তাদের সাধারণ মন্তব্যের এমন ব্যাখ্যা করা হয়, যা হিতে বিপরীত হয়ে যায়।

আনন্দবাজার পত্রিকা জানায়, অসহিষ্ণুতা প্রসঙ্গে মন্তব্য করে সাধারণের রোষের মুখে পড়েছিলেন শাহরুখ খান। তার পর থেকেই তিনি এ সব বিষয়ে বেশ সাবধানী।

সম্প্রতি টুইটারে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেছিলেন, দেশের গভীর সমস্যা নিয়ে কেন মতামত রাখছেন না শাহরুখ? জবাবে তার স্বভাবসিদ্ধ সরসতা বজায় রেখে পাল্টা টুইট করেন, ‘আমি আপনাকে জবাব দিতে পারি। কিন্তু আমি আদৌ জানি না, আমার উত্তর গ্রহণ করার জন্য আপনি যথাযোগ্য তৈরি আছেন কি না।’

প্রশ্নবাণ এখানেই থামেনি। আরেকটি প্রশ্ন রাখা হয়েছে, সময় বিশেষে শূন্যতাও শাহরুখকে কি গ্রাস করে না? ‘তিন সন্তান, স্ত্রী ও বোনকে নিয়ে ভরা সংসার। শূন্য ভাবার কোনো জায়গা নেই।’

কারো মতে, স্বপ্নে তিনি দেখেছেন, আবার বাবা হবেন শাহরুখ। তার স্বভাবোচিত মজাদার জবাব, ‘ভাবছি, আব্রামের জামাকাপড়গুলো গুছিয়ে রেখে দেব।’

শাহরুখকে সর্বশেষ দেখা গেছে ‘জাব হ্যারি মেট সেজাল’ সিনেমায়। চলতি বছর মুক্তি পাবে ‘জিরো’। এ সিনেমায় আরো আছেন ক্যাটরিনা কাইফ, আনুশকা শর্মা ও অভয় দেওল।