মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা বৃদ্ধিতে বৃটিশ মন্ত্রীর উদ্বেগ

ডেস্ক রিপোর্ট: মাদকের বিরুদ্ধে অপারেশনে নিহতের সংখ্যা বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন বৃটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিনিস্টার অব স্টেট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক বিষয়ক মিনিস্টার মার্ক ফিল্ড। পাশাপাশি তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে আইনি প্রক্রিয়া অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

mark field mpবাংলাদেশে চলমান মাদক বিরোধী অভিযান নিয়ে তিনি একটি টুইট করেছেন। তাতে তিনি লিখেছেন, বাংলাদেশে মাদক বিরোধী অভিযানে নিহতের সংখ্যা বৃদ্ধিতে (আমি) উদ্বিগ্ন। আশা করি আইনি প্রক্রিয়া অনুসরণ করবে বাংলাদেশের আইন প্রয়োগকারীরা এবং শক্তি প্রয়োগের ক্ষেত্রে নিরাপত্তা (সেভগার্ড) রক্ষা করবে।