উসাইন বোল্ট ফুটবলার (ভিডিও)

boltস্পোর্টস ডেস্ক: গত বছরের আগস্টে অ্যাথলেটিক ট্র্যাক থেকে বিদায় নিয়েছেন গতিমানব উসাইন বোল্ট। তারপরই ঘোষণা দিয়েছিলেন ফুটবল খেলার৷ কেননা খেলাটি মন থেকে ভালোবাসেন তিনি। খবর: ডয়েচে ভেলে।

জানা যায়, পেশাদার অ্যাটলেট হিসেবে বিদায়ের ১০ মাস পর ফুটবলার হিসেবে আবির্ভূত হন উসাইন বোল্ট।

মঙ্গলবার নরওয়ের ক্লাব স্ট্র্যোমসগুডসের হয়ে এক প্রীতিম্যাচে অংশ নেন তিনি। তার জার্সি নম্বর ছিল ৯.৯৮- যা এই গতিমানবের ১০০ মিটার দৌড়ের বিশ্বরেকর্ড টাইম।

ম্যাচটিতে উসাইন বোল্টের প্রতিপক্ষ দল ছিল নরওয়ের অনূর্ধ্ব ১৯ দল। তাদের বিরুদ্ধে ১.০ গোলে জয় পায় বোল্টের দল। বদলি হিসেবে নেমে বোল্ট মাঠে ছিলেন ২০ মিনিট।

২০১৬ সালে বোল্ট জানিয়েছিলেন, তার স্বপ্ন ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ফুটবল খেলা।