ডেস্ক রিপোর্ট: আরেকটি বিচ্ছেদের খবর-২০১৪ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতার বিজয়ী নাদিয়া মিমের সংসার ভেঙ্গে গেছে। গত মাসের শেষ সপ্তাহে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলী চয়নের সাথে তার বিচ্ছেদ সম্পন্ন হয়।
মিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ আমাদের বিচ্ছেদ হয়েছে এবং তা দুজনের সম্মতিতেই।’
কেন দুজনের পথ দুদিকে? যেখানে বিয়ের সময় বলেছিলেন, ছেলেটি আমাকে বুঝে? ‘আসলে আমাদের মধ্যে নানাকারণে মতের অমিল হচ্ছিল। এটা একটা সময় তিক্ততায় রূপান্তরিত হয়। তাছাড়া ওর বয়স ৩০ আমার মাত্র ২১ এটাও মিল না হওয়ার একটা কারণ। সব মিলিয়ে আলাদা হয়ে যাওয়া দুজনের জন্য ভালো মনে করেছি আমরা।’
তিনি আরো বলেন, ‘মানুষের তো অনেক স্বপ্ন থাকে, সব কি পূরণ হয়?’
মাত্র ছয় মাসের প্রেমের সম্পর্ক ছিল মিম-সাফায়াতের। সে জায়গা থেকে দুপরিবারের সম্মতিতে ২০১৬ সালের ২৮ এপ্রিল তাদের বিয়ে। সংসার জীবন দুবছর না পেরোতেই তাদের বিচ্ছেদ হল।