যানজট কমাতে মেঘনায় বিশেষ ফেরি

feriডেস্ক রিপোর্ট: ঈদকে সামনে রেখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুতে যানজট কমাতে গাড়ি পারাপারে চালু হলো বিশেষ ফেরি।মঙ্গলবার থেকে এ বিশেষ ফেরি সার্ভিস চালু হয়েছে। ১৮টি গাড়ি এই ফেরিগুলো বহন করতে পারবে। এ ছাড়া ১০টার মতো ট্রাক বহন করা যাবে এতে।

এর আগে গত শুক্রবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট পরিদর্শনে গিয়ে বিশেষ ফেরি চালু করার বিষয়টি জানিয়েছিলেন।প্রধানমন্ত্রীর নির্দেশে আপদকালীন কিছু সময়ের জন্য মেঘনা এবং গোমতী নদীতে বিশেষ এই ফেরি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছিলেন তিনি।

তবে গোমতী নদীতে ঈদুল আজহার সময় ফেরি সার্ভিস চালুর বিষয়ে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘গোমতীতে ফেরি সার্ভিস চালু হওয়াটা কঠিন, সেনিটেশন হয়ে গেছে। নৌপরিবহন মন্ত্রণালয়কে জানিয়েছি। ড্রেজিংয়ের ব্যাপারটা যেন তারা তাড়াতাড়ি করে।’

এ সময় মেঘনা সেতুর টোল প্লাজায় সময়ক্ষেপণের কারণে সৃষ্ট যানজট নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, ‘টোলে ভাংতি টাকা একটা সমস্যা। এটা এখন আমি দাঁড়িয়ে দেখলাম যে এখানে টাকাটা ভাংতি না থাকলে লেনদেন হতে হতেই সময় চলে যায়।’

টোল পরিশোধের সময় ভাংতি টাকা সঙ্গে রাখার পরামর্শ দিয়ে তিনি আরো বলেন, ‘এটা নিয়ে আরো প্রচারের দরকার আছে। নির্দিষ্ট পরিমাণ টোলের টাকা নিয়ে যেন টোল প্লাজায় সহজ অতিক্রমের সুযোগ হয়, সেই ব্যাপারটা আমাদের দেখতে হবে।’

এ ছাড়া ডিসেম্বরের মধ্যে নির্মাণাধীন চার লাইনের মূল সেতু চালুর আশ্বাস দেন সড়ক পরিবহনমন্ত্রী। এই সেতু চালু হলে সাড়ে তিন ঘণ্টায় ঢাকা-চট্টগ্রামে চলাচল করা যাবে।